দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম আর নেই

প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম আর নেই

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের দক্ষিণপাড়া নিবাসী সাবেক চেয়ারম্যান মোঃ আামিরুল ইসলাম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। ১২ নভেম্বর মঙ্গলবার বাধ্যক্যজনিত জটিলতার কারনে নিজ বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার বাদ জোহর নিজ গ্রামে সিচনী কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েত গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য মোঃ আমিরুল ইসলাম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর স্বরুপ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৩ ইংরেজিতে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হয়ে আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়ে ১৯৭৪ ইংরেজীতে ভর্তি হন। কর্মজীবনে তিনি ১৯৭৭ইংরেজী হতে ১৯৮৩ইং পর্যন্ত জনগণের ভোটে দরগাপাশা ইউনিয়নের সদস্য হিসোবে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৭ইং হতে জনগণের ভালবাসায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ১৮ জুলাই ১৯৯৮ ইং বাংলাদেশ সরকারের স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর বরাবরে শান্তিগঞ্জ উপজেলার জন্য দরখাস্ত হস্তান্তর করেণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ