ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪
সেনপাড়া ও দক্কিন বালুচর পুষ্পায়ন ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার কার্যকরি কমিটির সদস্য সুদিপ রঞ্জন সেন বাপ্পু মহানগর বিএনপির সহ-সভাপতি, সাবেক সভাপতি মোঃ লুৎফুর রহমান মোহন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মতিউল বারী খুরশেদ যুগ্ম সধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দক্ষিণ বালুচর পুষ্পায়ন ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ৮ নভেম্বর শুক্রবার সন্ধায় সেনপাড়াস্থ প্রেসিডেন্সি স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয। আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও হাজী বকুল মিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ্উপস্থিত ছিলেন, মাহতাবুর রহমান, সুহেল আহমদ, নুর আহমদ মোর্শেদ, সজল চক্রবর্তী, জয়নাল আবেদিন, হেলাল আহমদ, আলমগীর কবির বাবলু, সজল আহমদ প্রমুখ।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, ইতিহাসের অনেক বাঁক বদলের ঘটনা রয়েছে এই সময়ের মধ্যে। অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে, অনেক অপপ্রচার আর ষড়যন্ত্র মোকাবিলা করে, নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে এতটা বছর দেশের সাধারণ মানুষের ভালোবাসায় টিকে আছে দলটি। দেশে আরও অনেক পুরোনো দল আছে। তবে তারা বিএনপির মতো জনগণের আস্থা, ভালোবাসা অর্জন করে হৃদয়ে স্থান করতে পারেনি। বরং মানুষের ওপর অত্যাচার, নির্যাতনের কারণে এবং মানুষের প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করার কারণে অনেক দল আজ ধিকৃত। এর সর্বশেষ উদাহরণ আওয়ামী লীগ। অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তারা আজ ইতিহাসের আঁস্তাকুড়ে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনাকে। মূলত বিএনপির আমলেই একটি কার্যকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যাত্রা শুরু করে।
জিয়াউর রহমানই প্রথম উন্নয়নের, উৎপাদনের রাজনীতি শুরু করেন।
দেশের জন্য বিএনপির এ অবস্থানের কারণে পুরো জিয়া পরিবার আর দলের নেতাকর্মীর ওপর বিগত দিনে অকথ্য নির্যাতন করা হয়েছে। হত্যা-গুমের পাশাপাশি মামলা-হামলা করে নিঃশেষ
করে দেওয়ার সব আয়োজনই করেছিল আওয়ামী লীগ। তবে জনগণের সমর্থন থাকলে কোনো দলকে বিলুপ্ত করা সম্ভব নয়।
বিএনপিকেও সমর্থন নিয়েই বিএনপির নেতৃত্বের নতুন সূর্য আগামী দিনের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech