ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
এবার ২০২৫-২৬ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৩ তম হয়ে দেশসেরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছে তামিমা চৌধুরী। ভর্তি পরীক্ষায় তামিমা ৮৯.৫ স্কোর অর্জন করেছেন। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল সিলেট সরকারি মহিলা কলেজ।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁওয়ের সে এক অতি সাধারণ পরিবারের সন্তান। বাবা মোঃ আশিকুর রহমান চৌধুরী কৃষি পণ্যের ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত। উচ্চ মাধ্যমিক পড়া মা হেনা একজন গৃহিনী। তামিমা‘র বড় বোন তাকলিনা চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ৩য় বর্ষের ছাত্রী। ছোটবেলা তামিমা‘র মেডিকেল পড়ার স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়েছে। নিজের চেষ্টা, বাবা-মা এবং চাচা জিল্লুর রহমান চৌধুরী ও শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি প্রত্যন্ত গ্রামাঞ্চলের বেড়ে উঠা শিক্ষার্থীর পথ চলাকে। উল্লেখ্য ঐতিহ্যবাহী পুরান গ্রামের কৃতি সন্তান এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল ছিলেন মরহুম অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল খালেক। তামিমা তাঁর নিকট আত্নীয় । তামিমা বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসিতে জিপিএ -৫ এবং বৃন্দাবন সরকারি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। তামিমা জানান , আমার মা-বাবার প্রবল ইচ্ছা ছিল মেডিকেলের ডাক্তার হওয়ার। আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech