ঢাকা ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দে নবীগঞ্জ এর শিবগঞ্জে জুলাইয়ে শহীদদের স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় ৮ আগস্ট শুক্রবার দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৫শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে এবং সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট প্রফেসর ডাঃ খালেদ মহসীন। এ সময় বক্তব্য রাখেন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজোতি চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতউল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, এম এ রকিব, এস আর চৌধুরী সেলিম, শাহ আজাদ আলী সুৃমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, শাহ তোফাজ্জল হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শফিউল ইসলাম চৌধুরী। উল্লেখ্য চিকিৎসা সেবা অব্যাহত রাখতে আগামীতে একটি টিম আরও বড় পরিসরে অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech