ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে আগামী ১০ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্প নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হবে। মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা দেয়া হবে । চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হবে।
নবীগঞ্জের কৃতি সন্তান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ খালেদ মোহসীন এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম যারা চিকিৎসা দিবেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন), হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ বদরুল আমিন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মূয়ীদ রবিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আইসিইউ এন্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মহসিন মামুন, এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক , প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খুর্শেদা তাহমীন সীমু, আল হারামাইন হসপিটালের স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী চিকিৎসক ডাঃ শাহনাজ রহমান চৌধুরী, আল হারামাইন হসপিটালের হাড়-জোড়া ও বাত ব্যথা বিশেষজ্ঞ ও অর্থপেডিকস সার্জন ডাঃ চৌধুরী রব জুবায়ের, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন বিভাগীয় প্রধান , সহযোগী অধ্যাপক ডাঃ নুরুল হুদা নাঈম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহান আহমেদ পরাগ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজ্যোতি রায় চৌধুর, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইনসহ আরও চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করবেন। আয়োজিত চিকিৎসা সেবা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় দিনব্যাপী চিকিৎসাসহ স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করবে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech