গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অর্থ ক্যালেংকারীর অভিযোগ

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অর্থ ক্যালেংকারীসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৫ জুলাই জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দাখিলকৃত অভিযোগ পত্রে জানা যায়,২০২৩ সালে নিবন্ধনকৃত গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের সভাপতি আবদুল আহাদ বাবুল ও সাধারণ সম্পাদক মো: আফাজ উদদীন বিভিন্ন ভাবে টাকা উত্তোলন করে পকেটস্থ করেছেন।
সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে প্রতি ৩ মাস পরপর সভা করা, সংগঠনের নামে ব্যাংক হিসাব খোলা, নিয়মিত ওডিট করা, সভায় রেজুলেশন এ দস্তখত করা। এসব কিছুই সদস্যদের জানানো হয়নি। কোন সদস্যকে খাতা পর্যন্ত দেখায়নি সভাপতি। এলাকায় বালু থেকে চাদা আদায় করে সভাপতি ও সাধারণ সম্পাদক ঊক্ত সংগঠনের নামে বিদেশ থেকে টাকা এনে নিজেরা বিলাসী জীবনযাপন করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ