গোয়াইনঘাটে বালু খেকোদের হামলায় তাতী দল নেতা মাহবুব গুরুত্বর আহত

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

গোয়াইনঘাটে বালু খেকোদের হামলায় তাতী দল নেতা মাহবুব গুরুত্বর আহত

রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি :
গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে অবৈধ ভাবে বালু উত্তোলনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটায় ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ করায় গণপিটুনির শিকার হয়েছেন দক্ষিণ প্রতাপপুরের লুৎফুর রহমান মাস্টারের ছেলে মাহবুব হোসেন (৪২) ও তার ছোট ভাই মাহফুজ হোসেন। মাহবুব হোসেন উপজেলা তাতী দলের যুগ্ম আহবায়ক, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন সংঘ (রেজিঃ নং-১৫) এর সভাপতি।
গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত ৩টার সময় উপজেলার দক্ষিণ প্রতাপপুরের ফুটবল খেলার মাঠের পূর্বপাশে অবস্থিত আনন্দ খাল প্রকাশিত কইনা জঙ্গল মোহনায় প্রায় ১৫০ লোকজন সংঘটিত হয়ে ড্রেজার ও এস্কেভেটর মেশিন দিয়ে শব্দ দুষণ করে বালু উত্তোলন করছিল। এই শব্দ দুষণের কারণে দক্ষিণ প্রতাপপুর সহ আশপাশের গ্রামের মানুষের ঘুম ভেঙ্গে যায়। ওই সময় গ্রামের মাহবুব হোসেন রাত ১টার সময় ৯৯৯ ফোনে পুলিশের কাছে অভিযোগ করেন। রাত ৩ টার সময় গোয়াইনঘাট থানার এস.আই তানজিল ২ জন পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছে অভিযোগকারী মাহবুবকে ফোন দিয়ে সেখানে নেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে কাউকে বালু উত্তোলন করতে দেখেনি। এর আগেই বালু খেকোরা ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ থানার দিকে রওয়ানা দেয়। অপরদিকে মাহবুব তার ছোট ভাই মাহফুজকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছার পূর্বেই ওঁৎপেতে থাকা লুনিগাঁওয়ের পাখি মিয়ার ছেলে খায়রুল ও নুরুল এর নেতৃত্বে ১০০/১৫০ মানুষ মাহবুব ও তার ভাইয়ের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
সন্ত্রাসীদের হামলায় মাহবুব এর নাক, চোখ ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তার চিৎকারে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে মাহবুব ও তার ভাইকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হাওয়ায় মাহবুবকে গতকাল ৪ জানুয়ারী রবিবার সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মাহবুব ৪র্থ তলার ৭নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। মাহবুব জানান, তার ছোট ভাই মাহফুজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার এস.আই তানজিল এর কাছে মাহবুব আহত হওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে বলেন, তিনি ঘটনাস্থল থেকে থানায় যাওয়ার পর জানতে পারেন মাহবুব এর উপর হামলা হয়েছে। এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ