খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির দোয়া মাহফিল

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী  কর  আইনজীবী সমিতির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২ ডিসেম্বরে) জেলরোডস্হ রহমাতুল্লাহি আল আমিন মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্কার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলার সভাপতি, শাহ আশরাফুল ইসলাম এডভোকেট , সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল, যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, কোষাধ্যক্ষ আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়কর আইনজীবী আজমল হোসেন, আয়কর আইনজীবী মোঃ খায়রুল আলম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ