কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলার কেমিস্টস সম্মেলন সম্পন্ন নকল ও ভেজাল ঔষধ বিক্রি বন্ধে সমিতি কাজ করবে ——– ময়নুল হক চৌধুরী

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলার কেমিস্টস সম্মেলন সম্পন্ন নকল ও ভেজাল ঔষধ বিক্রি  বন্ধে সমিতি কাজ করবে ——– ময়নুল হক চৌধুরী

সিলেটের নিউজ: সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি বাস্তবায়ন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার কেমিস্টস্ সম্মেলন ২৯ ডিসেম্বর সোমবার দুপুর ১১টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি এবং নকল ও ভেজালযুক্ত ঔষধ বিক্রি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। এই পদক্ষেপ নিলে দেশবাসীর রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। ঔষধ প্রস্তুতকারী কোম্পানীর সাথে ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক টিকে থাকতে হলে সুযোগ-সুবিধার নীতিমালা থাকতে হবে। এছাড়া প্রধান অতিথি একটি নির্দেশিকা বোর্ড উন্মোচন করেন যা প্রত্যেক ঔষধ ব্যবসায়ীর দোকানে অবশ্যই ঝুলিয়ে রাখতে হবে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সিলেট জেলা শাখার পরিচালক মো: মুবিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বলেন, কোন অবস্থায় বাজারে চুরির ঔষধ বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্য ছাড়া কম বা বেশি মূল্যে ঔষধ বিক্রি করা যাবে না। সিলেট জেলার ফার্মেসীগুলোতে ভেজালের নামে অভিযান না করে, তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সমাধান দিতে হবে। ঔষধ কোম্পানী কর্তৃক ব্যবসায়ীদের জন্য কমিশন বৃদ্ধি না করলে ফার্মেসী ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হবেন। সম্মেলনে প্রধান অতিথি কর্মসূচি ঘোষণা করেন, কর্মসূচির মধ্যে রয়েছে- সমিতির সিলেট জেলার শাখার পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি কার্যক্রম পরিচালনা করবে এবং ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হবে। কর্মসূচি বাস্তবায়নে নকল ও ভেজাল ঔষধ প্রতিরোধ, ফিজিসিয়ান স্যাম্পুল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অনুমোদনহীন ও তাপমাত্রা বিহীন ( লাগেজ) ইনসুলিন ঔষধ বিক্রি বন্ধ করা। নকল ভেজাল এড়াতে কোম্পানীর কাছ থেকে ইনভয়েসের মাধ্যমে ঔষধ ক্রয় করতে হবে। সরকার নির্ধারিত মুল্যে ঔষধ বিক্রি বাস্তবায়নের জন্য সমিতির সার্বক্ষণিক মনিটরিং টিম মাঠে কাজ করবে।
সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সিলেট শাখার সহ সভাপতি এম.এ. আজিজ, সহ সভাপতি মালিক হুমায়ুন, পরিচালক কবির আহমদ, পরিচালক মাওলানা ফারুক আহমদ, পরিচালক মিফতাহ উল ইসলাম সুইট, পরিচালক আব্দুল করিম বড় ভূঁইয়া, পরিচালক জহিরুল ইসলাম, পরিচালক মোক্তাদির আহমদ, এম এ হাসেম, আশরাফুল ইসলাম ফার্মাসিটিক্যাল কোম্পানীর সিলেট জোন প্রতিনিধি মিজানুর রহমান তাপাদার, সিলেট মহানগরীর ফার্মেসী প্রতিনিধি মাকনুন আকিব বড় ভুঁইয়া, ডাঃ লায়েক আহমদ, আব্দুস সালাম, মোঃ নুর উদ্দিন, শহিদুর রহমান তাপাদার, ইছহাক আহমদ, সমিতির গোয়াইনঘাট প্রতিনিধি আব্দুল হালিম, ওসমানীনগর প্রতিনিধি আব্দুল মোমিন, কানাঘাট প্রতিনিধি গিয়াস উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি আজির উদ্দিন, বালাগঞ্জ প্রতিনিধি ডাঃ আব্দুল জলিল, বিশ^নাথ প্রতিনিধি ইমাদ উদ্দিন, জকিগঞ্জ প্রতিনিধি মনজুর আহমদ প্রমুখ। এছাড়াও সমিতির অন্যান্য সদস্য , বিভিন্ন প্রতিনিধিবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ