কানাইঘাটে কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড এর ফ্রি চক্ষু চিকিৎসা সম্পন্ন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

কানাইঘাটে কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড এর ফ্রি চক্ষু চিকিৎসা সম্পন্ন

কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক জাকি মোস্তফা টুটুল(পি.এইচ.ডি) এর উদ্যোগে এবং শাহাজালাল আই কেয়ার এর সহযোগিতায় বিনামূল্যে ৩ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা ও ৬২ জনের ছানি অপারেশন করা হয়েছে। ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের পিরনগর শাহ আতাউল্লাহ(রঃ) মোশাহিদিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যাান মোঃ শাহেদুর রহমান এর সভাপতিত্বে এবং কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড সিলেট এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর মেডিকেল ডিরেক্টর ডাঃ সুবির ভট্রাচার্য, শাহজালাল আই কেয়ার এর মেডিকেল অফিসার ডাঃ লব রায়,রিফ্রাকশনিস্ট অপটিকস শাহ শরিফা আক্তার, সীমা রানী রাথ, আনসার মিয়া, মৌলানা শাব্বির আহমদ, হাফিজ মাহতাব উদ্দিন,মৌলানা ইফজালুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ