ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, সমিতির সাবেক সভাপতি, বিটিএল এর সাবেক সহ সভাপতি ও সমিতির সদস্য, কর আইনজীবী খায়রুল আলম এর শশুর বিশিষ্ট কর আইনজীবী মো. আবিদ আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপু সহ সমিতির নেতৃবৃন্দ বলেন, মো. আবিদ আলী চৌধুরী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও অভিজ্ঞ কর আইনজীবী। দীর্ঘদিন ধরে তিনি কর আইন অঙ্গনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। কর আইনজীবী সমাজের উন্নয়ন ও সমিতির অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে সিলেট জেলা কর আইনজীবী সমিতি একজন অভিভাবকতুল্য জ্যেষ্ঠ সহকর্মীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম মো. আবিদ আলী চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ ঐদিন বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এদিকে, মরহুম মো. আবিদ আলী চৌধুরীর স্মরণে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল আগামী ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সমিতির সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech