এডভোকেট আবুল ফজল এর ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

এডভোকেট আবুল ফজল এর ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর সমাগত। দীর্ঘ দেড় দশকেরও বেশী সময় ধেকে এদেশের সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেনি। গতানুগতির ভাবে বছরগুলোতে ঈদ আসলেও মানুষের মনে ঈদের আনন্দ ছিলনা। সাধারণ মানুষকে ভয় আর আতঙ্কে দিনপাত করতে হয়েছে। দীর্ঘ দিনের টানা গণতান্ত্রিক আন্দোলনের পর ছাত্রজনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় দীর্ঘ দেড় দশকেরও বেশী সময় পর মানুষ পরিপূর্ণ তৃপ্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। তাই নতুন বাংলাদেশের এবারের ঈদে সিলেট মহানগরের জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ