এইচ এস সিতে গোল্ডেন এ প্লাস বড় হয়ে ডাক্তার হতে চায় সানিয়া

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

এইচ এস সিতে গোল্ডেন এ প্লাস বড় হয়ে ডাক্তার হতে চায় সানিয়া

এম ইজাজুল হক ইজাজঃ
এবারের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শহরতলীর বটেশ্বরে অবস্থিত জালালাবাদ ক্যান্টেমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন এ-প্লাস পেয়েছে মেহরিন রহমান সানিয়া।
সে সিলেট নগরীর পীর মহল্লা প্রভাতী আবাসিক এলাকার বাসিন্দা জিন্দাবাজার নিউ শ্যামলী মার্কেটে অবস্থিত শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান মোঃ সাহেদুর রহমান ও মা রাবেয়া খাতুনের মেয়ে । তার গ্রামের বাড়ি মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার কানাইদেশী গ্রামে। সানিয়া বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। এজন্য সে সকলের কাছে দোয়াপ্রার্থী। উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরিক্ষায় সে এ প্লাস পেয়েছিল। সে পিএসসিতে ও জেএসতিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। -বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ