ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
চট্রগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় নগরীর মেন্দিবাগস্থ কর ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে এহেন নিষ্ঠুর নৃশংস হত্যাকান্ড সংগঠনকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন এ হত্যাকান্ডের বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত না হবে ততদিন আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না। আলিফ হত্যাকান্ডের মতো এমন নির্মম ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে সরকারকে সজাগ ও সতর্ক থাকার জোর দাবি জানান বক্তারা।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র কর আইনজীবী অ্যাডভোকেট হাসনু চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল হোসেন আহমদ আলমগীর, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, অ্যাডভোকেট মোহাম্মদ আলী খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. গোলাম রাজ্জাক চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, অ্যাডভোকেট কাওছার মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট মো. কামাল আহমদ, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মো. ইফতিয়াক হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মাজহারুল হক, অ্যাডভোকেট সৈয়দ আব্দুল হামিদ, মো. বাহাউদ্দিন বাহার, অ্যাডভোকেট আ.স.ম. মুমিনুল হক শাহীন, অ্যাডভোকেট মওদুদ আহমদ, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech