ঢাকা ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার এ্যাওয়ার্ড সন্মাননা পদক পেলেন সিলেট বিভাগের মনোনীত দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক বদরুর রহমান বাবর।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউমান রাইটস আয়োজিত সংগঠনটি কর্মময় অভিজ্ঞতা ও সুনাম এর ধারাবাহিকতায় দেশের গুণীজন সহ সমাজচিন্তকদের সংবর্ধনা দিয়ে তাদের কাজের অনুপ্রেরণা যোগাতে কাজ করে যাচ্ছে। শনিবার ১৮ অক্টোবর রাজধানীর পল্টন ইকোনোমি রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তি
যোদ্ধা ড. মীর হাসমত আলী আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড সাংবাদিক বদরুর রহমান বাবর এর হাতে তুলে দেন।
এই অর্জনে বাবর বলেন, শ্রম,মেধা ও সততার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছি। তিনি বলেন, পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত গর্ববোধ করছি। অর্থাৎ আমার সকল কাজই সমাজে শান্তি ও পজিটিভিটি ছড়িয়ে দেবার জন্য। আমার কাজের যথার্থ মূল্যায়ন দেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান, অ্যাডভোকেট মো. মনির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনটির সাংগঠনিক সচিব এস. এম. আনোয়ার হোসেন অপু, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech