আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড পেলেন লায়ন সানজিদা খানম

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড পেলেন লায়ন সানজিদা খানম

সাংগঠনিক দক্ষতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক মানবাধিকার হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন সিলেটের নারী লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সেক্রেটারী লায়ন সানজিদা খানম। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে সু-শাসন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সচিব এস. এম. আনোয়ার হোসেন অপু এবং শুভেচ্ছা বক্তব্য দেন মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মো. আমির হামজা, ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ এইচ এম আসাদুজ্জামান মিঠু।
এ সময় সমাজসেবা, মানবাধিকার রক্ষা ও সুশাসনের ক্ষেত্রে ভূমিকা রাখা বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় সানজিদা বলেন, এই পুরস্কার আমার জন্য শুধু সম্মান নয়, এটি আগামী দিনগুলোতে আরও বড় দায়িত্ব পালনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সমাজে ন্যায়, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমি সবসময় সচেষ্ট থাকবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ