ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
শিবলুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাউন্সিল-২০২৫ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৫১৩টি ভোটের মধ্যে ৪৪৫টি ভোট প্রদান করা হয়। নির্বাচন শেষে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সভাপতি পদে মোঃ নেকদার আলী (আনারস ) মার্কায় ১৯৪ ভোটে, সিনিয়র সহ সভাপতি পদে রাজু নাগ (জগ) মার্কায় ২১৭ ভোটে,সাধারণ সম্পাদক পদে মোঃ কুতুব উদ্দিন (মাছ) মার্কায় ২৫৩ ভোটে ,সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: নাইমুল আলম নাঈম (কলস)মার্কায় ২২৯ ভোটে এবং সাংগঠনিক সম্পাদক পদে আরফান আলী (মাইক) মার্কায় ২১৩ ভোটে বিজয়ী হয়েছেন।
পৌর কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে আলহাজ্জ জি কে গউছ -সিলেট বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন আহমেদ আলী মুকিব – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এছাড়াও উপস্থিত ছিলেন ,মিজানুর রহমান চৌধুরী,এম ইসলাম তরফদার তনু,এড: হাজী নুরুল ইসলাম ,হাজী এনামুল হক ,কামাল উদ্দিন সেলিম ,সৈয়দ রিয়াজ উদ্দিন আহম্মেদ ,যুগ্ম আহবায়ক হবিগঞ্জ জেলা বিএনপি , আজিজুর রহমান কাজল – সভাপতি সদর উপজেলা বিএনপি,সামসুল ইসলাম মতিন – সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ-সভাপতি হবিগঞ্জ পৌর বিএনপি, এস এম আউয়াল-সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌর বিএনপি , জালাল আহমেদ- আহবায়ক জেলা যুবদল, শফিকুর রহমান সেতু- সদস্য সচিব জেলা যুবদল, শাহ রাজীব আহমেদ রিংগন- সভাপতি জেলা ছাত্রদল, এ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন-সভাপতি জেলা মহিলা দল, সৈয়দা লাভলী সুলতানা-সাধারণ সম্পাদক জেলা মহিলা দল, সৈয়দ মুশফিক আহমেদ-আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, রাবেল আহমেদ চৌধুরী-১ম যুগ্ম আহবায়ক জেলা যুবদল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি আলহাজ্ব জি কে গউছ বলেন,দলে কোনো ভাই নেই তারেক রহমান ছাড়া ,ব্যক্তি স্বার্থে কোনো ভাই তৈরি করা যাবে না,দল প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ করা যাবে না ,দেশনায়ক তারেক রহমান এর ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে নতুন নেতৃত্ব দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের স্বার্থে কাজ করবে।এই নতুন কমিটি আগামী দিনে দলকে সুসংগঠিত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech