ঢাকা ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আজমিরীগঞ্জ থেকে মো শিবলুর রহমান:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় শতশত টমটম ও মিশুক গাড়ি রয়েছে। এইসব টমটম ও মিশুকের নেই কোন নির্দিষ্ট স্ট্যান্ড। এইস্থান থেকেই সদর ইউনিয়ন বিরাট, জলসূখা, শিবপাশা,পশ্চিমভাগ পর্যন্ত যাত্রী যাতায়াতের জন্য উঠায়।যার ফলেই উপচে পড়ে মিশুক, টমটমের ভিড় জমে ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। আজমিরীগঞ্জ টান বাজার পোস্ট অফিস সংলগ্ন টমটম, মিশুকের ভিড় লেগে থাকে প্রায়সময়ই।ব্যবসায়ীদের দোকানের সামনে ভিড় লাগে টমটম মিশুকের এতে ব্যবসায়ীরাও অতিষ্ট হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী জানান,কোন কোন সময় টমটম ও মিশুক এমন জ্যাম লাগে কাস্টমার দোকানে আসতে পারে না। দোকানের সামনে টমটম, মিশুক ড্রাইভার বসে বসে টাইম পাস করে, দোকানের সামনে থেকে ছেড়ে যেতে বললেও যেতে চায়না।যার কারনে জ্যাম লাগে। আজমিরীগঞ্জ টানবাজার পোস্ট অফিস সংলগ্ন লালমিয়া বাজারে টমটম ও মিশুক,পার্কিং করে রাখায় জ্যামের সৃষ্টি হয়ে থাকে প্রায় সময়। আজমিরীগঞ্জ থানার নিকটস্থ মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাফেরায় বিঘ্ন ঘটে। টমটম,মিশুক, অটোরিকশা পার্কিং করে রাখায় এই জ্যামের সৃষ্টি হয়ে থাকে। স্কুলের ছাত্রীদের এই জ্যামে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech