বালুচর প্রথম এ এইচ এম জহিরুল হক হিরু কাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

বালুচর  প্রথম এ এইচ এম জহিরুল হক হিরু কাপ টুর্নামেন্টের  ফাইনাল  সম্পন্ন

বালুচর টাইগার্স ক্লাব ক্রিকেট আয়োজিত প্রথম এ এইচ এম জহিরুল হক হিরু কাপ টি টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বিপুল উৎসব মূখর পরিবেশে ২০২৪-২৫ এর আয়োজন ক্রিকেট আজ ৯ জানুয়ারী বালুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলি ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন। আরও উপস্থিত ছিলেন আবদুল মালেক সুমন সহ- সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা যুবদল, লায়েক আহমদ স্বত্বাধিকারী লাং তোরাই চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার, কবির উদ্দিন মনাই সভাপতি স্বেচ্ছা শ্রম, ফয়েজ আহমদ কুটি, সানরাইজ টিম এর উপদেষ্টা, ফখরুল ইসলাম ও মিসবাউল হক সুমেজ, জাবির আহমদ, সফু মিয়া তোফায়েল, মমশাদ, ইউনুস, মনির আমির খান, আমির হোসেন, রাশেদ আহমেদ সোহাগ, আশফাক আহমেদ, মনির মিয়া, মনির হোসেন, সুমন জুম্মান, রায়হান, ফয়সাল, সহ আরও অনেকেউক্ত আয়োজনের অংশ হিসেবে গত ১লা ডিসেম্বর ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়। ফাইনাল ম্যাচে হিটলার ইলেভেন ১০৯রানে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং পরাজিত সমবেত যুব সংঘ রানার্স আপ। অব দ্যা টুর্নামেন্টের পুরষ্কার অর্জনকারীদের হাতে প্রধান অতিথিসহ অতিথিবৃšন্দ তুলে দেন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ