ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
নব নিয়োগকৃত সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. এটিএম ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে সিলেট আদালতে পিপি, এডিশনাল পিপি ও এপিপিগন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০শে অক্টোবর রবিবার দুপুরে আইন কর্মকর্তাগন জেলা প্রশাসক এর সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক আইন আদালত সংশ্লিষ্ট সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আদালতকে সহযোগিতার আহবান জানান। পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্টা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়ার আহবান জানান। জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের পরে আইন কর্মকর্তাগণ সিনিয়র জেলা দায়রা ও জজ আদালত বিচারকের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ১৬ই অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে সিলেট আদালতে জিপি, পিপি, এডিশনাল পিপি ও এপিপি হিসেবে আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) হয়েছেন এ্যাড. শামীম আহমদ সিদ্দিকী। জেলা ও দায়রা জজ আদালতের পিপি হয়েছেন এ্যাড. এটিএম ফয়েজ উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech