ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৫
তোমাকে দেবার মতো নগদ কিছু নাই
আলমিরা খুলে দেখি ঝুলছে কিছু টাই
যদি করো গ্রহণ, যদি করো বরণ
আমার তো আনন্দের শান সীমা নাই
টাই উপহার চালু করেন হায়দরী ভাই
এবার যিনি চান তিনি মালেক খান
প্রিয় মালেক ভাই।
আছে অনেক টাই, পরা হয় না তাই
মানুষকে বিলিয়ে দিতে বেশ আনন্দ পাই
ঠিক সেভাবে ধনসম্পদ বাড়তি যাদের আছে
গল্পটা তুলে ধরুন তাদের কানের কাছে।
একজন (অবসরপ্রাপ্ত) পুলিশ সুপার যিনি আমাদের সিলেটের কৃতি সন্তান নগরীর শাহজালাল উপশহর নিবাসী জনাব কাওছার আহমদ হায়দরী আমরা তিন জনকেই টাই উপহার দিলেন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech