ঢাকা ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৫
সিলেটে তিন দিনব্যাপী ফল মেলা ২০২৫ শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে সিলেটে এ মেলা শুরু হয় । মেলায় বিভিন্ন জাতের দেশি ফল প্রদর্শন করা হয়। ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য নিয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট কতৃক নগরীর ধোপাদিঘীর পারস্হ খামারবাড়িতে বৃহস্পতিবার দুপুরে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উজ জামান। মেলা উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ভোক্তা সচেতনতা গড়ে তোলা এবং পুষ্টি বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ফল মেলার গুরুত্ব অপরিসীম।
এ ধরনের আয়োজন দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।দেশী ফলের পুষ্টির গুন বেশী দামেও কম। তাই বেশি বেশি করে দেশীয় ফল খেতে হবে। বিশেষ করে শিশুদেরকে বেশী ফল খাওয়া দরকার। দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
তিনি ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে সকলের প্রতি আহবান জানান। মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার দাস, সিলেট টেক্সটাইল ইন্সটিটিউট এর অধ্যক্ষ ইন্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ।
মেলার উদ্বোধন উপলক্ষে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী মোঃ দেলওয়ার হোসেন। উদ্ভোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) তামান্না নাহার, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, ডিএই সংশ্লিষ্ট কর্মকর্তা, ষ্টল মালিক, কৃষি উদ্দোক্তা, বাগান ও নার্সারি মালিকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফল মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন এবং নারিকেল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech